ঢাকা ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ডিগ্রি কলেজের সামনে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত: জেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের সজিব (২১) ও সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালীবাড়ি গ্রামের মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ডাকাত দল উল্লেখিত স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয় এবং অনান্যরা বিশেষ কৌশলে পালিয়ে যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ, ২টি হাসুয়া, ১টি তালা কাটার মেশিনসহ বিভিন্ন সরংঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ডাকাত,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত