রংপুরের ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে কাউনিয়া উপজেলার বুদ্ধির বাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন’র (৫৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিরোধী জমিতে ভেকু মেসিন দিয়ে মাটি উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের বুদ্ধির বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাতিজা শহিদুল ইসলামের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই মাঝে মঙ্গলবার দিবাগত রাতে শহিদুল ইসলাম জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। চাচা আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে ভাতিজা শহিদুল ইসলাম এবং তার লোকজন আমজাদ হোসেনের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তাদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

পরে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রংপুর মেডিকেলে নেওয়ার পথে রাত ৩টার দিকে চাচা আমজাদ হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।