কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত, দরিদ্র ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চারশতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ঈশা খান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা জামায়াত সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বণিক সমিতির আহ্বায়ক ইলিয়াছ আলী, পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ, সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব সাধু প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, শীতের তীব্রতায় তারা খুব কষ্টে দিনযাপন করছেন।
পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার মেহেরা খাতুন (৭৫) ও করপুরা নেছা (৬৫) বলেন, "ভাঙাচোরা ঘরে থাকি। শীতের কনকনে বাতাসে ঘুমাতে খুব কষ্ট হয়। কম্বল পেয়ে খুশি, এবার একটু আরামে ঘুমাতে পারব।"
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে তিন ধাপে ২৬০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। আজ কটিয়াদীর চারশতাধিক শীতার্তকে কম্বল প্রদান করা হয়েছে।