দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসী
সিরাজগঞ্জে সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে আড়ংগাইল-সোনাখাড়া সড়ক নির্মাণ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এলজিইডি’র প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে আড়ংগাইল-সোনাখাড়া সড়ক পূর্ণ নির্মাণ ও পাকাকরণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে এলাকাবাসী দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার আড়ংগাইল-সোনাখাড়া সাড়ে ৩ কিলোমিটার সড়ক যোগাযোগে অনুপযোগী হয়ে পড়েছিল। এতে দীর্ঘদিন ধরে এলাকাবাসী চরম দূর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, বিগত সরকার আমলে এ সড়ক পূর্ণ নির্মাণ ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট জন প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছিল।
এ আবেদনে জনস্বার্থে উপজেলা প্রশাসন ওই সড়ক পূর্ণ নির্মাণ ও পাকাকরণ বিষয়ে এলজিইডি বিভাগে রিপোর্ট দাখিল করা হয় এবং পরবর্তীতে এলজিইডি বিভাগ এ সড়কের কাজ বাস্তবায়নে ৪ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয় এবং সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিভাগ দরপত্র আহবান করে। এ দরপত্রে নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২৩ সালের শেষ দিকে তাড়াশ উপজেলা প্রকৌশলী বিভাগের তত্বাবধানে এ প্রকল্পের কাজ শুরু করে এবং সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল বিভাগ এ কাজ তদারকি করে।
এছাড়া এ প্রকল্পের কাজ চলাকালে এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জ ও উর্ধতন প্রকৌশলীগণ এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হয়েছে। স্থানীয়রা আরো বলেন, এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শেষ হওয়ায় শয্যভান্ডার খ্যাত এ অঞ্চলের কৃষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম এলজিইডি সিরাজগঞ্জ বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও কাজের মান যথেষ্ট ভালো হয়েছে এবং এলজিইডি’র উর্ধতন কর্মকর্তারাও পরিদর্শন করেছেন বলে তিনি উল্লেখ করেন।