ঢাকা ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পেয়ারা গাছে গলায় রশি পেছানো অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পশ্চিম নয়াপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল ইসলাম রাশেদ (২১) ওই এলাকার রশিদ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা।

নিহতের ভাগিনা কায়সার মাহমুদ বলেন, সকালে বাড়ির পাশে সুপারি বাগানে পেয়ারা গাছের সঙ্গে রাশেদের গলায় রশি পেছানো মরদেহ দেখতে পাই। তবে তার পা মাটিতে লাগানো ছিল। মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, ঘটনাটি রাতে ঘটতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ,ঝুলন্ত,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত