ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

ভূরুঙ্গামারীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৫ দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমম্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট -৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা মহিলা বিষয়ক হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।

বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, কৃষিবিদ মশিউর রহমান সরকার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাংবাদিক রবিউল আলম লিটন প্রমুখ।

উল্লেখ্য, সমম্বিত খামার স্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ১০ ইউনিয়নের দুই ব্যাচে ৪০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে।

ভূরুঙ্গামারী,যুব উন্নয়ন,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত