ঢাকা শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মেলা বন্ধের দাবিতে আশুলিয়ায় এলাকাবাসীর গণসাক্ষর

মেলা বন্ধের দাবিতে আশুলিয়ায় এলাকাবাসীর গণসাক্ষর
প্রতীকী ছবি

আশুলিয়ার শিমুলিয়ায় হিজড়াদের অনুষ্ঠিতব্য মেলায় অশ্লীল নৃত্য, জুয়ার আসরসহ নানা অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, (সাভার সার্কেল) ও আশুলিয়া থানায় গণসাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ওমর ফারুক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, এলাকাবাসীর পক্ষে শিমুলিয়ার চালাপাড়া এলাকার মাসুদ পারভেজ নামের এক ব্যক্তি মেলা বন্ধের জন্য পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকার দক্ষিণ শিমুলিয়ায় বাংলা সনের মাঘ মাসে ৩ দিনব্যাপী অশ্লীল নৃত্য জুয়া ও অসামাজিক কার্যকলাপের মেলার আয়োজন করার পাঁয়তারা করছে হিজড়ারা। বিষয়টি মৌখিকভাবে তাদেরকে এলাকাবাসি বলতে গেলে নানা ভয়ভীতি দেখায় তারা। মেলায় জুয়া, অশ্লীল নৃত্য, মাদক কেনা-বেচাসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটে। এর আগেও মেলায় মাদক কেনা-বেচা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকার যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য মেলা বন্ধের দাবি জানানো হয় অভিযোগে।

এলাকাবাসি জানায়, গেল ২/৩ বছর আগে বেশ কয়েকজন হিজড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আওয়ামী লীগের পরিচয়ে দক্ষিণ শিমুলিয়া মৌজায় চালাপাড়া এলাকার এক ব্যক্তির জমি দখলে নিয়ে বসবাস শুরু করে। এরপর থেকেই সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শনসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ মেলার মাধ্যমে করে থাকে। মেলা হলে এলাকার যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই যুবসমাজকে রক্ষায় মেলা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য জোড় দাবি জানান।

মেলা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মাসুদ পারভেজ নামের এক ব্যক্তি প্রশাসনের দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, ২০২২ সালে বৃষ্টি নামের এক হিজড়া আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে এখানে অন্যের জমি দখলে নিয়ে দুই বছর ধরে মেলা করে যাচ্ছেন। মেলার নামে এখানে নারী দিয়ে অশ্লীল নৃত্য, জুয়ার আসর, মাদকের আসর ও বেচা-কেনা সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এ থেকে পরিত্রাণের জন্য আমাদের এই এলাকা সহ আশপাশের অন্তত কয়েকটি এলাকার মানুষ গণসাক্ষর দিয়েছে। যা অভিযোগগুলোর সাথে সংযুক্ত করে জমা দেয়া হয়েছে। এই মেলা যাতে এখানে তারা করতে না পারে, সেজন্য যা করা দরকার সংশ্লিষ্ট প্রশাসন সে ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে জোড় দাবি জানান তিনি।

আশুলিয়া থানার এসআই ওমর ফারুক জানান, মেলা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে থানায় অভিযোগ হয়েছে। তবে হিজড়াদের পক্ষ থেকেও বাৎসরিক মেলা করার জন্য আবেদন করেছেন। সামাজিক মেলা করতে পারবে তবে অশ্লীল কোন কিছু হলেই মেলা বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

মেলা,আশুলিয়া,গণসাক্ষর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত