ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হাত-পা বেঁধে সাঁতার কাটেন ঈশ্বরগঞ্জের নয়ন

হাত-পা বেঁধে সাঁতার কাটেন ঈশ্বরগঞ্জের নয়ন

হাত-পা দড়ি দিয়ে বাঁধা। এর পরও ঘণ্টার পর ঘণ্টা পানিতে সাঁতার কাটতে পারেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মো. নয়ন মিয়া। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তার ব্যতিক্রমী সাঁতার দেখলে অবাক হতে হয় সবাইকে।

ছোটবেলা থেকেই পানির সঙ্গে দারুণ সখ্যতা নয়নের। তখন থেকেই তিনি সাঁতার শিখতে শুরু করেন। তবে সাঁতারকে আরও চ্যালেঞ্জিং করতে হাত-পা বেঁধে সাঁতারের অভ্যাস গড়ে তোলেন। নয়নের সাঁতার কৌশল শুধু তার শখেই সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে তার পরিচয়ের বিশেষ দিক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রেলস্টেশন সংলগ্ন ১৫০ মিটার প্রশস্ত একটি পুকুরে নয়ন হাত-পা বেঁধে সাঁতার দেখান। এ সময় তার এই অনন্য সাঁতার উপভোগ করতে উপস্থিত হন অর্ধশতাধিক উৎসুক জনতা।

নয়ন মিয়া শুধু শখেই এ দক্ষতা গড়ে তোলেননি, তিনি পুরস্কারও অর্জন করেছেন। এর আগে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে এমন অভিনব সাঁতার প্রদর্শন করে পেয়েছেন ১০ হাজার টাকার পুরস্কার।

নয়ন মিয়া জানান, “যুবক বয়সে গ্রামের বন্ধুদের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতা করতাম। তখন হাত-পা বেঁধে সাঁতার শিখে ফেলি। এমনকি যারা স্বাভাবিক সাঁতার কাটত, তারাও আমাকে হারাতে পারত না। সাঁতারকে আকর্ষণীয় করতে গিয়েই এভাবে শিখেছি।”

ঈশ্বরগঞ্জ,সাঁতার কাটা,নয়ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত