টঙ্গীবাড়ীতে আলু আবাদের পরই ইরি ধান রোপণে ব্যস্ত কৃষকরা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আলু আবাদের পরপরই কৃষকরা ইরি-২৯ ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলায় ধানের আবাদ আগের তুলনায় কম হলেও, এবার ২৫১৭ হেক্টর জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষক মহিউদ্দিন ঢালী জানান, পূর্বে ধানের আবাদ বেশি হলেও, আলুর মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন অনেক জমিতে ধানের বদলে আলুর চাষ করা হচ্ছে।
তিনি বলেন, “আগে প্রতি ঘন্ডায় ৬ মণ ধান পেতাম। কিন্তু নিত্য নতুন রোগবালাইয়ের কারণে এখন ৪-৫ মণ ধান পাওয়া যায়। আমাদের কৃষি কর্মকর্তাদের থেকে সময়মতো সঠিক পরামর্শ পেলে ফলন বাড়তে পারে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জয়নুল আলম তালুকদার বলেন, “কৃষকরা যেকোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের মোবাইল খোলা থাকে এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে কৃষকদের জমির সমস্যা নির্ধারণে কাজ করছেন।”
তিনি আরও জানান, এখনো পুরোপুরি ধান রোপণ শুরু হয়নি। তবে আলু তোলার কাজ শেষ হলে ২৫১৭ হেক্টর জমিতে ইরি ধানের আবাদ করা সম্ভব হবে।