কিশোরগঞ্জে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরে সিপিবি (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। 

সম্মেলন উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সালাম রিপন। এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল আজাদ, রুমি দে ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী মঞ্চে দলীয় ও বেশ কয়েকটি গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

সম্মেলন উদ্বোধনের পর একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দুই শতাধিক সংস্কৃতিকর্মী অংশ নেন। পরে একরামপুর এলাকায় একটি মিলনায়তনে সম্মেলন কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথম অধিবেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উদীচীর জেলা কমিটির সভাপতি ফিরোজ উদ্দীন ভূঁইয়া। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। উদীচী বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলন-সংগ্রামে সবসময় পাশে ছিল এবং থাকবে। দেশের গণমানুষের সংস্কৃতি ও প্রগতিশীলতা ধারণ করে সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাবে। 

আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারাও বক্তব্য দেন।