রাজশাহীতে শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে শীতার্ত ৫০ জন প্রতিবন্ধী, নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেসক্লাব চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বলগুলো বিতরণ করা হয়েছে।
এ সময় পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, পবা হাইওয়ে থানার এসআই সাজ্জাদুর ইসলাম, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, বাংলা টিভির ক্যামেরাপারসন অজয় ঘোষ, পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মিলন কুমার সরকার, আইয়ুব আলী ঠান্টু, জিয়াউল ইসলাম নোমান-সহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক স্লোগান নিয়ে আর্ন এন্ড লিভ সংগঠনটি প্রান্তিক অঞ্চলে অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তায় কাজ করেছে সংগঠনটির সদস্যরা।