ঠাকুরগাঁও জেলা উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে সংগঠনের  জেলা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলার প্রবীণ  সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবি বোস।

উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি প্রদীপ সরদার  ও সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

পরে গণসংগীত পরিবেশন করা হয় এবং কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠিত হয়।