নোয়াখালীর সুবর্ণচরে কৃষক সমাবেশ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের‘ কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর  ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ডা.বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কারী শফিউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জি এস আবদুজ্জাহের হারুন।

এছাড়া সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল আনম সেলিম, সুবর্ণচর  কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ মোহাম্মদপুর  ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষক প্রধান দেশ। কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।  
 সমাবেশকে ঘিরে মোহাম্মদপুর ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মিছিলে সমাবেশ মুখরিত হয়ে উঠে। স্বাধীনতার ৫৩ বছর পর ইউনিয়ন পর্যায়ে এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।