ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় মেহেদী হাসান (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান জেলার বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের ভুইয়াবাড়ির মোঃ আবু বক্করের ছেলে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মেহেদী হাসান শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ সংলগ্ন এলাকার ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র ছিল এবং মাদ্রাসার আবাসিক ভবনে থেকে লেখাপড়া করত। শুক্রবার মাদ্রাসা সাপ্তাহিক বন্ধ থাকায় মেহেদীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা ভোরে খেলাধুলা শেষে আবাসিক ভবনে ফিরে যায়। এর কিছুক্ষণ পর ভবনের নিচে সড়কে শোরগোল শুরু হলে জানা যায়, মাদ্রাসা শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গেছে। পরে মাদ্রাসার শিক্ষক আহতাবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তৃপক্ষ আরো জানায়, ঘটনাটি কিভাবে ঘটেছে তার খোঁজখবর নেয়া হচ্ছে।

এদিকে নিহতের নানা নজরুল ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানা নেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তানভীর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।

ব্রাহ্মণবাড়িয়া,মাদ্রাসা শিক্ষার্থী,রহস্যজনক মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত