দেবহাটায় ২৫ বোতল ফেন্সিডিলসহ ২ কারবারি আটক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ | অনলাইন সংস্করণ

  দেবহাটা প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের অভিযানে ২৫ (পঁচিশ) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৩ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভূক্ত অপর ১ জন আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ফেন্সিডিল আটকের ঘটনায় দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে আটককৃত ১জন ও ১ জনকে পলাতক আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৬, তাং- ১৭-০১-২৫ ইং।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায় ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম ও এএসআই লিয়াকত আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ইং-১৬/১২/২০২৪ তারিখ রাত অনুমান ১১টার দিকে দেবহাটা পারুলিয়া ইউপির পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামী ইনামুল হোসেন, পিতা- আঃ গফুর মোড়ল, সাং- শ্রীরামপুর, থানা ও জেলা- সাতক্ষীরাকে ২৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করেন।

এছাড়া অপর অভিযান পরিচালনাকালে একই তারিখে রাত সাড়ে ১০ টার দিকে সিআর ০৩ মাসের সাজা পরোয়ানাভূক্ত  আসামী আবু সাঈদ (৩২), পিতা- কাছেদ, সাং- ঘলঘলিয়া, থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।