গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির উপর আক্রমণ ও পাল্টা আক্রমণের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাপাসিয়ায় মোঃ এনামুল নামে এক প্রবাস ফেরত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া গ্রামের গিয়াসউদ্দিন বেপারীর একমাত্র ছেলে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে এনামুলের স্ত্রী নাজনীন ইসলাম বৃষ্টি বাদী হয়ে কাপাসিয়া থানায় ৫ জন নামীয় ও ১৫/১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ১৩ জানুয়ারী সোমবার ভাকোয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছিলো। চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ ফরিদ (২২) স্মার্ট কার্ড সংগ্রহ করতে গেলে চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগ এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় ফরিদ। মারপিটের ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অপরাধে একদল সন্ত্রাসী এনামূলের মোবাইল ছিনিয়ে নেয় এবং বেধরক মারপিট করে তাকে গুরুতর আহত করে। স্থানীদের সহযোগীতায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি আসার পর অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
নিহতের স্ত্রী নাজমীন আক্তার বৃষ্টি বলেন, গত সোমবার জাতীয় পরিচয় পত্রের খোঁজ নিতে ভাকোয়াদি স্কুলে যায় তার স্বামী এনামুল। সেখানে একটি মারামারি হচ্ছিল। এনামুল পাশে দাড়িয়ে ভিডিও করার অভিযোগে তার স্বামীকে কয়েকজন মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করে তিনি আরো বলেন আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ জানায় এ ঘটনা আমার স্মার্ট কার্ড বিতরন কেন্দ্রের বাহিরের কেন্দ্রের ভিতরে নিরাপত্তার কোন ত্রুটি ছিলনা।
এবিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে আসামী গ্রেফতারের তৎপরতা চলছে।