পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:০৪ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৭ট পর্যন্ত  উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমী মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন বিএনপির কর্মী সমাবেশ ঘিরে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমীতে জনতার ঢল নামে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন।

পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। মনে রাখবেন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সে দিকে লক্ষ রাখতে হবে।

সভায় বক্তব্য দেন, কর্মী সভার উদ্বোধক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, প্রধান বক্তা ও উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদ আহাম্মেদ,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ। কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুমায়ন কবির,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ লিখন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।