ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শীতার্তদের মাঝে আশুলিয়া থানা কৃষক দলের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে আশুলিয়া থানা কৃষক দলের কম্বল বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিল্পাঞ্চল আশুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আশুলিয়া থানা কৃষক দলের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সাবেক সাংসদ ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মো: মঈন উদ্দিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাজী আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন । এসময় শীতার্তদের মাঝে হাজার খানেক কম্বল বিতরণ করা হয়।

বিএনপি,কৃষক দল,কম্বল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত