দেবহাটায় ফেয়ার মিশনের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দেবহাটার পারুলিয়া কম্পিউটার হোম এন্ড চাইল্ড স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক ও সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে ফেয়ার মিশনের এ মানবিক উদ্যোগকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এছাড়া দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ফেয়ার মিশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, ফেয়ার মিশনের ৩৬টি শাখা ইউনিটের স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।