ঢাকা ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরায় বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাধানগর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, এবং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মণ্ডল।

তারা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদে” এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মশিয়ার চেয়ারম্যানের সহযোগিতায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

বক্তারা আরো বলেন, খন্দকার আব্বাসউদ্দীন ও খন্দকার খলিলুর রহমানের নেতৃত্বে নজরুল মেম্বার ও সাকুর মেম্বারসহ অন্যান্য আওয়ামী লীগ কর্মীদের সহযোগিতায় গত ১৫ জানুয়ারি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। তারা আরও অভিযোগ করেন, খন্দকার আব্বাসউদ্দীন বিএনপির নাম ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন এবং তাদের উপর দমন-পীড়ন চালাচ্ছেন।

বিএনপি নেতারা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মামলা দেওয়া হয়েছে, হামলা হয়েছে এবং অনেকে আজও পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছেন। ত্যাগী নেতাকর্মীদের নিপীড়নের উদ্দেশ্যে একটি চক্র এখনও সক্রিয়।”

বক্তারা দ্রুত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবি জানান। তারা বলেন, দলীয় ঐক্য রক্ষা করে এসব অপশক্তির মোকাবিলা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা ফ্যাসিবাদী দমননীতি এবং স্থানীয় চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন।

বিএনপি,কার্যালয়,ভাঙচুর,প্রতিবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত