ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাটোরে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের মাদ্রাসা মোড় (স্বাধীনতা চত্বর) জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের নাটোর জেলা শাখার সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, নাটোর সদর শাখার সাধারণ সম্পাদক হেমন্ত পাহান, এবং আদিবাসী ছাত্রপরিষদের সভাপতি আখি পাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্ট নামক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে আদিবাসীদের ওপর হামলা চালিয়েছে।” তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আদিবাসীদের সঙ্গে বৈষম্য দূর করার পরিবর্তে নতুন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

বক্তারা বলেন, “পাঠ্যবই থেকে আদিবাসীদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এটি একটি বৈষম্যমূলক এবং আদিবাসী শিক্ষার্থীদের অধিকার হরণের অপচেষ্টা।” তারা আদিবাসী ছাত্রছাত্রীদের ওপর হামলার সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, “আদিবাসীদের স্বার্থ রক্ষায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

আদিবাসী,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত