ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

পিরোজপুরে চোরের উপদ্রব; আতঙ্কে গ্রামবাসী

পিরোজপুরে চোরের উপদ্রব; আতঙ্কে গ্রামবাসী

পিরোজপুর জেলার বিভিন্ন গ্রামে চুরির ঘটনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে হানা দিয়ে গরু, ছাগল, হাস-মুরগি, মোবাইল ফোন, যানবাহন, দোকানপাট এবং সড়কের পাশে থাকা সরকারি গাছসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে।

সর্বশেষ ঘটনায়, ইন্দুরকানী উপজেলার দুটি গ্রামে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি হয়েছে। পূর্ব চরবলেশ্বর গ্রামে দিনমজুর আ. রহিম শেখের চারটি গরু এবং দরিদ্র কৃষক রুহুল আমিন শেখের দুটি গরু চুরি হয়।

এছাড়া একই গ্রামে রেহিম গাজীর বাড়ির সামনে থেকে সড়কে রাখা গাছের গুড়ি ও কাঠ চুরি করে নিয়ে গেছে চোরচক্র। পৌরসভার সিআই পাড়া সড়কের মোল্লা বাড়ির সামনে রাখা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলও চুরি হয়েছে।

চোরের উপদ্রবে গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনমজুর আ. রহিম শেখ জানান, তিনি ধারদেনা করে গরু কিনে লালন-পালন করছিলেন। চুরির কারণে তার সব শেষ হয়ে গেছে। গ্রামবাসী পুলিশের আরও কার্যকর পদক্ষেপ ও এলাকায় সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, জনগণকে সচেতন করতে বিভিন্ন আলোচনাসভা ও বৈঠক আয়োজন করা হচ্ছে। পাশাপাশি টহল ও নজরদারি আরও বাড়ানো হবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, চুরি প্রতিরোধে বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সন্দেহভাজনদের চলাফেরা নজরদারি করা হচ্ছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে এবং দ্রুত চোরদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

চোর,উপদ্রব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত