ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাঙের ছাতার মতো নিয়মনীতি উপেক্ষা করে গড়ে উঠেছে অবৈধ করাতকল। যত্রতত্র লাইসেন্সবিহীন করাতকল গড়ে উঠায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। গাছ কেটে সাবাড় করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। হাইওয়ে দখল করে রাস্তার উপর অবৈধভাবে গাছ রাখায় যানবাহন চলাচলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরধারীর অভাবে করাতকল স্থাপন করে কাঠের ব্যবসা করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, স্বাস্থ্যকেন্দ্র, হাট-বাজার, সড়কের পাশে ও জনবসতিপূর্ণ এলাকায় সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠেছে 'স' মিল। দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব স মিলের কার্যক্রম চললেও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সব করাত কল চত্বরে গেলে দেখা যায় বিভিন্ন প্রজাতির গাছ মজুত করে রাখা হয়েছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এসব করাতকলে বিরামহীন চলে কাঠ কাটার কাজ।
উপজেলার লক্ষীগঞ্জ বাজারের সরকার 'স' মিলের মালিক মো. হেলাল উদ্দিন লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিল পরিচালনা করে আসছেন। 'স' মিল মালিক মো. হেলাল উদ্দিন লাইসেন্স ছাড়া মিল চালানোর কথা স্বীকার করে বলেন, মিলের লাইসেন্স করার জন্য বন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বন কর্মকর্তাকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।