ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

সিরাজগঞ্জে ইরি-বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে ইরি বোরো ধান চাষাবাদ শুরু হয়েছে। এ চাষাবাদের জমি প্রস্তুত ও ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ১ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই এ চাষাবাদের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু করেছে কৃষকেরা এবং বিশেষ করে শয্যভান্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের ইরি বোরো ধানের চারা রোপণ শুরু করেছে। তবে এ মাসের শেষের দিকে এ চাষাবাদ পুরোদমে শুরু হবে।

স্থানীয় কৃষকেরা বলছেন, চলতি মাসের প্রথম থেকে ইরি বোরো চাষাবাদে জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু হয়েছে এবং শয্যভান্ডার খ্যাত ওই এলাকাসহ অনেক স্থানে চারা লাগানো শুরু হয়েছে। বিশেষ করে জমি থেকে সরিষা উত্তোলনের পরও ইরি বোরো ধানের চারা লাগানো হবে। এতে এ চাষাবাদে কিছুটা নামি হলেও ফলন ভালো হয় প্রতিবছর। প্রায় দেড় সপ্তাহ ধরে জেলায় প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকায় বীজতলা কিছুটা বিনষ্ট হয়েছে। তবে এখনও স্থানীয় হাট-বাজারে ধানের চারা ওঠেনি এবং বিভিন্ন জাতের ধানের চারা কিছুটা সংকট ও মূল্য বৃদ্ধি হতে পারে। এছাড়া কামলা, জমিতে হাল চাষ, সার ও পানি সেচসহ খরচের হারও কিছুটা বাড়তে শুরু করছে। সবমিলে এবার খরচ বেশির আশঙ্কা থাকলেও এ লাভজনক চাষাবাদে কৃষকেরা ঝুঁকে পড়ছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহিদ সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, প্রতিবছরের ন্যায় ইতোমধ্যেই ইরি বোরো চাষাবাদে জেলার বিভিন্ন স্থানে জমি প্রস্তুত ও ধানের চারা লাগানো শুরু হয়েছে। বিশেষ করে এ জেলার শয্যা ভাণ্ডার খ্যাত এলাকায় ইতোমধ্যেই ৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চারা লাগানো হয়েছে। এ মাসের শেষের দিকে এ চাষাবাদ পুরোদমে শুরু হবে এবং এ চাষাবাদে সংশ্লিষ্ট কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইরি,বোরো,চাষাবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত