ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা থেকে ৩ কোটি টাকার লুটের তেল উদ্ধার, গ্রেপ্তার ৫

যমুনা থেকে ৩ কোটি টাকার লুটের তেল উদ্ধার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল উদ্ধার করেছে নৌ-পুলিশ।

এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, বরগুনার সড়কগাছিয়া গ্রামের সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের মোহাম্মদ ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আমজাদ হোসেন তপু (২৬) ও ইসলাম ব্যাপারী (৩৯)।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মুন্সীগঞ্জ থেকে ফার্নেস অয়েল বোঝাই ওটি বিন জামান-১ তেলবাহী জাহাজটি টুঙ্গীর সামিট পাওয়ার প্লান্টে যাচ্ছিল। পথিমধ্যে গত ১০ জানুয়ারি ভোররাতে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় একদল ডাকাত তেলবাহী ওই জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে এবং জাহাজে থাকা ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরদিন ওই জাহাজের মালিকানা প্রতিষ্ঠান কিংফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলা নৌপুলিশের তদন্তভার দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ ভূতের মোড় এলাকায় নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ অভিযানে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল ভর্তি বাল্কহেড উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নৌ-পুলিশের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লুটের তেল,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত