ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

আজহারীর মাহফিল থেকে বাড়ি ফেরা হল না রাজের

আজহারীর মাহফিল থেকে বাড়ি ফেরা হল না রাজের
প্রতীকী ছবি

মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ফেরার পথে লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারীগামী ট্রেনের ছাদ থেকে পরে তার মৃত্যু হয়।

নিহত রাজ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুশরত এলাকার মহুবার রহমানের ছেলে। তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ মিয়া লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে শেষ করে লালমনিরহাটে থেকে বুড়িমারীগামী ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলাই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজহারী,মাহফিল,ট্রেন,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত