মতলব উত্তরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালিত
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:২১ | অনলাইন সংস্করণ
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি নেতা গনি তপাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর আমিন স্বপন বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। যখনই বাংলাদেশ ক্রান্তিলগ্নে পড়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ে দেশ ও জনগণের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন অগ্রগণ্য সেনানায়ক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১১ জন সেক্টর কমান্ডারের একজন ছিলেন। ৪৯ জন যুদ্ধফেরত মুক্তিযোদ্ধাকে ১৯৭২ সালে তৎকালীন সরকার সর্বোচ্চ বীরউত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন অন্যতম বীরউত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল আহসান ফেরদাউস, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সরকার, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ বেপারী, শরীফ মাহমুদ লিটন, সাইফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, তুহিন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজী প্রমুখ। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা ও দেশের সব ধর্ম, বর্ণের মানুষের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।