ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরে ইটভাটায় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগরে ইটভাটায় লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে হাজীব্রিক্স সংলগ্ন ধানক্ষেতে লাশ পাওয়ার জেরে ইটভাটায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার দুপুর ২টায় হাজীব্রিক্স মাঠে সংবাদ সম্মেলন করেন ভাটার সহকারী ম্যানেজার দৌতল।

সংবাদ সম্মেলনে দৌতল জানান, গত ৭ জানুয়ারি ভোরে হাজীব্রিক্স সংলগ্ন ধানক্ষেতে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এরপর মৃত ব্যক্তির পক্ষের কয়েকজন, রবিউল ইসলাম কাগুজী, শহিদুল ইসলাম, জলিল কাগুজী এবং মোহসীন কাগুজীর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইটভাটায় হামলা চালায়। তাদের হামলায় ইটভাটার কয়েকজন শ্রমিক আহত হয়। এছাড়া ভাটার অফিসঘর, গাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। অভিযুক্তরা অফিসের আলমারি ভেঙে নগদ সাড়ে ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন সহকারী ম্যানেজার।

সংবাদ সম্মেলনে ইটভাটা কর্তৃপক্ষ জানান, হামলাকারীরা ভাটার বিরুদ্ধে মামলা ও পুনরায় হামলার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা ।

অগ্নিসংযোগ,ইটভাটা,লুটপাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত