দেবহাটায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় ১০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) তাদেরকে আদালতে তোলা হয়। এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিক দেবহাটা থানার ২ নং পারুলিয়া ইউনিয়নের মাঝ পারুলিয়া এলাকায় ও বিকেলে কুলিয়া ইউনিয়নের বহেরা শাহাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় আসামি মাঝ পারুলিয়া গ্রামের মৃত নিমাই দাসের ছেলে রামদাসকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং আসামি বহেরা শাহাজীপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মজিবুর রহমানকে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই তন্ময় সাহা ও এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ৭ ও ৮ নং মামলা দায়ের করেছেন।

দেবহাটা থানার ওসি হযরত আলী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, যারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী এদের কোন ছাড় দেয়া হবেনা। কারণ এরা দেশ ও জাতির শত্রু।