গাজীপুরের শ্রীপুরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ৮৭ বোতল বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নবী হোসেনের বসতঘর থেকে ওইসব মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যবসায়ী ও তার সহযোগী পালিয়ে যায়।
গতকাল রোববার দুপুরে শ্রীপুর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে গত শনিবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড মাওনা বাজার রোডে মাদক ব্যবসায়ী নবী হোসেনের পাঁচ তলা ভবনের তৃতীয় তলা থেকে ৮৭ বোতল বিদেশি মদের বোতল জব্দ করে।
মাদক ব্যবসায়ী নবী হোসেন কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার সহযোগী সজল উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদে নবী হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭টি কয়েলের কার্টুনে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত মদের মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নবী হোসেন এবং তার সহযোগী সজল পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান, এসআই আব্দুল কুদ্দুস, সুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।