নৌপথে চাঁদাবাজি-শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ডাকাতির প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন, ও বিক্ষোভ মিছিল করেছে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের লঞ্চ টার্মিনালে তারা এসব কর্মসূচি পালন করেন।

নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা অভিযোগ করে বলেন, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চাঁদাবাজি, ডাকাতির মতো ঘটনা ঘটছে। এছাড়াও এসব অপকর্ম চলাকালে নৌযান শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে যার সাথে প্রকাশ্যে জড়িত রয়েছে ডাকাত নয়ন, পিয়াস, রিপন বালুদস্যু কিবরিয়া মিঝি, জিন্নত গংরা। এসময় তারা অনতিবিলম্বে এসব নৌ-সন্ত্রাসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নৌযান ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার, ড্রেজার মালিক সমিতির জেলা সভাপতি মো. ইউনুস আলী-সহ নৌযান শ্রমিক সুজন, উজ্জ্বল, রিপন, নাদিম, যাদু, ফারুক, শামিল, চঞ্চল প্রমুখ।