পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে তার সহকর্মীরা রুমে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান।
বিষয়টি জানার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাইনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, তৃষা বিশ্বাস মাদারিপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের ৯ নভেম্বর চাকরিতে যোগদান করেছিলেন।
পুলিশ সূত্র জানায়, তৃষা বিশ্বাস পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
তার সহকর্মীদের বরাতে জানা যায়, কিছুদিন আগে তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তিনি তা গ্রহণ করেননি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।