গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে রংপুর বিভাগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।
রোববার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হলেও তা কার্যকর হয়নি। এখন কার্যকর প্রেস কাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে।”
কামাল আহমেদ আরও বলেন, গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।
তিনি বলেন, গণমাধ্যমের বিকাশে গণমুখী নীতিমালা তৈরি এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ এবং বেগম কামরুন্নেসা হাসান। মতবিনিময়সভায় আট জেলার সাংবাদিকরা বক্তব্য দেন। তারা মতবিনিময় সভায় সাংবাদিকরা স্বাধীন ও নিরাপত্তা,সম্মানী নিশ্চিত,সংবাদ কর্মীদের কাজে বাধা প্রদানকারী সকল কালো আইন বাতিল,সাংবাদিকরা কোন দল করতে পারবে না এবং গণমুখী গণমাধ্যম প্রতিষ্ঠান দাবি তুলে ধরেন।