প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার বিচার দাবি করায় দোকান ভাঙচুর 

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাক প্রতিবন্ধী এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বৃদ্ধ হোসেন আলী (৬৫) বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবি করায় নির্যাতিত তরুণীর বাবার দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বড় হামকুড়িয়া গ্রামের নির্যাতিত ওই প্রতিবন্ধীর বাবা সাংবাদিকদের বলেন, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে থাকি। আমার স্ত্রী বাড়িতে মুদি দোকান চালায়। গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির পাশে থেকে ওই মেয়েকে বিশেষ কৌশলে নিয়ে যায় হোসেন আলী এবং তাকে পাশের একটি গলিতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর আমার স্ত্রী তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ওই বৃদ্ধ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় মুরুব্বীদের কাছে বিচার দাবি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতে হোসেন আলী গং দেশীয় অস্ত্রসস্ত্রে  মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে ২২ ডিসেম্বর ৭ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে মামলা চলা অবস্থাতেও শুক্রবার রাতে স্থানীয় মুরুব্বিরা এক সালিশি বৈঠকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে। এ জরিমানা আমি তাৎক্ষণিকভাবে  প্রত্যাখান করেছি এবং আমি আমার মেয়ের নির্যাতনের ন্যায় বিচার চাই।

এদিকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।