শেরপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
মোঃ ছামিউল আলম সোহান
শেরপুর প্রতিনিধি
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা স্থানীয় সরকারের উপসচিব ও উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম শহিদুল ইসলাম
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার।
এই টুর্নামেন্ট তারুণ্যের মধ্যে খেলাধুলার চেতনা জাগ্রত করে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি দেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথিরা।
এর আগে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উদ্বোধন ঘোষণা করার পর উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শুভকামনা জানান।
খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সেবায় ও চিকিৎসায় সহযোগিতা করে শেরপুর রেড ক্রিসেন্ট।