ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের কম্বল বিতরণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের কম্বল বিতরণ

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে শহরের বিএড কলেজ মাঠে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উদ্যোগে এই কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক মির্জা মোস্তফা জামান।

তিনি বলেন, "স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।"

এ সময় সদর উপজেলা বিএনপি নেতা কর্নেল, ফরহাদ হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য রানা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, যুবনেতা সুরুজ হাসান, তরুণ দলের নেতা বাবু, ফাহিমসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এই হাঁড় কাঁপানো শীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যরা কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শহীদ জিয়া,কম্বল,বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত