তাড়াইলে বিএনপি নেতা রতন হত্যা মামলার আসামি পাভেল গ্রেফতার

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:২০ | অনলাইন সংস্করণ

  রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন রতন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পাভেলকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। 

শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০ টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বগাপুতা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া পাভেল তাড়াইল উপজেলার বানাইল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং মামলার দ্বিতীয় নম্বর আসামি।

র‍্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) লুৎফা বেগম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বানাইল বাজারে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রতনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। ১২ জানুয়ারি সকালে রতন ওই বক্তব্যের বিষয়ে গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসা করলে উত্তেজিত হয়ে গিয়াস ও অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে রতনের বাড়িতে হামলা চালায়। হামলায় রতনকে গুরুতর আহত করা হয়। পরে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত রতনের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খানম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। র‍্যাবের তদন্ত ও অভিযানে পাভেলকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থার জন্য তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, "হত্যা মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দিনসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"