ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে কিশোরের করুণ মৃত্যু

ইন্দুরকানীতে ট্রাক্টরের ফালে ক্ষতবিক্ষত হয়ে কিশোরের করুণ মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে ছেলে আব্দুল্লাহর (১৪) করুণ মৃত্যু হয়েছে।

রবিবার সকাল আটটার দিকে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামে জমি চাষ করার সময় মাটিতে পড়ে থাকা ট্রাক্টরের ফালে প্যাঁচানো দড়ি খুলতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক শাহীন হাওলাদার জানান, আজ রবিবার সকাল আটটার দিকে পূর্ব চরবলেশ্বর গ্রামের কচা নদী সংলগ্ন একটি ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে একটি নাইলনের দড়ি পেঁচিয়ে যায়। এ সময় ট্রাক্টরচালক হাসান ট্রাক্টরটির ইঞ্জিন নিউট্রাল করেন । আব্দুল্লাহ নিজে এ সময় পেঁচানো দঁড়িটি ছাড়ানোর চেষ্টা করতে গেলে মুহূর্তেই ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে। এ সময় আব্দুল্লাহ যন্ত্রণায় চিৎকার করলেও কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তার পিতা হাফিজ পঞ্চায়েত সহ আমরা তিন জন উপস্থিত ছিলাম। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হওয়া আব্দুল্লাহকে বের করা হয়।

এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে কিশোর আব্দুল্লাহরে মর্মান্তিক এ মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী পুরুষ দুপুরের পর থেকে এই বাড়িতে আসতে থাকেন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামটিতে।

এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি আমরা। ছেলেটির এ মর্মান্তিক মৃত্যু সত্যিই দুঃখজনক। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে বিকেলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্রাক্টরের ফাল,ক্ষতবিক্ষত,কিশোরের করুণ মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত