শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার তিনানী বাজার এলাকা থেকে পিকআপ ভ্যানসহ মাদকগুলো জব্দ করা হয়।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাই পথে মদ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজার সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ১৩২ বোতল ভারতীয় মদসহ পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৭৬ হাজার টাকা।
শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,"মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"