ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর হস্তান্তর

ভারতে আটক বাংলাদেশি দম্পতিকে ৭ বছর পর হস্তান্তর

পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি দম্পতি রশিদ শেখ (৪০) ও ঝরনা খাতুন (৩২) সাত বছর গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগের পর দেশে ফিরেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, ২০১৮ সালের মার্চ মাসে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন এই দম্পতি। গুজরাটে অবস্থানের সময় তারা সেখানকার পুলিশের হাতে আটক হন। এরপর আদালতের রায়ে তাদের সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। সাত বছর সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

তারা হলো: মোঃ রশিদ শেখ (৪০), পিতাঃ মোঃ রাজ্জাক শেখ, গ্রামঃ মল্লিক পাড়া , পোস্টঃ গাজীর ডোরহা থানাঃ ঝিকরগাছা জেলাঃ যশোর । মোছাঃ ঝরনা খাতুন (৩২)স্বামী রশিদ শেখ পিতাঃ মোঃ ওমর আলী গাজী , গ্রামঃ মোছনা , পোস্টঃ খানপুর, থানাঃ মনিরামপুর , জেলাঃ যশোর।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজন কে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভারতের আটক,বাংলাদেশি দম্পতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত