নরসিংদীতে ভারতীয় দুই কোটি টাকার পণ্য জব্দ; গ্রেপ্তার ১
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:০৫ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে র্যাবের অভিযানে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ পণ্যসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করা হয়। ভ্যানটি তল্লাশি করে ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১১০ পিস থ্রি-পিস, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়সহ বিপুল পরিমাণ প্রসাধনী, ঔষধ, ক্যাপসুল এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য দুই কোটি ২৮ লাখ টাকা।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, এবং আরও অনেক পণ্য।
র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঞ্চন পাল স্বীকার করেছেন যে, তিনি ভারত থেকে অবৈধপথে পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।