পিরোজপুর সদর উপজেলার একটি বাড়ির গোয়ালঘর ও খরকুটো রাখার স্থানে একসাথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই গোয়াল ঘর পুড়ে যায় এবং ছাগলসহ পাঁচটি গবাদিপশু দগ্ধ হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার শংকরপাশা গ্রামের বশির আহমেদের বাড়ির গোয়ালঘরে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বশির আহমেদ-এর গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘর, খরকুটো রাখার মেই, একটি ছাগলের এক অংশ দগ্ধ হওয়া-সহ অন্যান্য গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জাতীয় পার্টি (এরশাদ) জেলা শাখার সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার বলেন, আমার সাথে রাজনৈতিক ও স্থানীয় কিছু লোক জনের সাথে ঝামেলা থাকলেও শত্রুতাবসত এ ধরনের কাজ হয়েছে বলে আমার কাছে মনে হয় না। কে বা কারা আমাদের এভাবে ক্ষতি করলো তা জানি না।
জাতীয় পার্টির পৌর কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম শেখ বলেন, এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সুপারিশ করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, তারা ঘটনাটি সম্পর্কে জেনেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।