ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন সংকটে টিনের ঘরে চলছে ক্লাস

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন সংকটে টিনের ঘরে চলছে ক্লাস

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ভবনের অভাবে ভাঙাচোরা টিনের ঘরে ক্লাস করতে বাধ্য হচ্ছেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজের এখনো কোনো স্থায়ী ভবন নির্মিত হয়নি।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে একটি ভবনেই অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের রুম, অফিস রুম এবং টিচার রুম রয়েছে। বর্তমানে কলেজটিতে ৩৫ জন শিক্ষক, ১৫ জন কর্মচারী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ জন এবং ডিগ্রি পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। ২৭ বছর ধরে শিক্ষার্থীদের জন্য কোনো আলাদা ক্লাসরুম না থাকায় পাশের একটি টিনশেড ঘরে গাদাগাদি করে ক্লাস পরিচালনা করা হচ্ছে।

কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আল মতি বলেন, “ভবন না থাকার কারণে শিক্ষাদান কার্যক্রমে ব্যাপক অসুবিধা হচ্ছে। একটি সরকারি ভবন পেলে শিক্ষার্থীরা সুবিধাজনক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাছাড়া শিক্ষকদের জন্যও আলাদা কক্ষ নেই।”

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ৩৫ জন, কর্মচারী-১৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ জন, ও ডিগ্রী পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন ধরে ভবন না থাকার কারণে এখানে গাদাগাদি করে ভাঙ্গা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আল মতি বলেন, এখানে সরকারি ভাবে একটি ভবন শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করলে শিক্ষার্থীদের ক্লাস করতে সুবিধা হবে। ভবন না থাকার কারণে পাঠ দানে বিভিন্ন প্রকার সমস্যয় পড়তে হচ্ছে। এছাড়া একটি কলেজে যা যা প্রয়োজন সেই তুলনায় এখানে তেমন কিছুই নেই। এমন কি শিক্ষক কর্মচারীদের আলাদা কোন ভবন নেই।

উল্লেখ্য, বিএনপির নেতার কলেজ মনে করেআওয়ামীলীগ সরকারের আমলে এই কলেজটি অবহেলিত থেকে গেছে। কলেজটির একটি ভবনের জন্য শিক্ষা মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

ভবন সংকট,ক্লাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত