সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনার শাখা নদী থেকে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা ছাত্র আবু বক্কার সিদ্দিকের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহর ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বেলকুচি থানার ওসি জাকেরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত আবু বক্কার সিদ্দিক স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। মাদ্রাসা ছুটি থাকায় সে শুক্রবার সকালে বাড়িতে আসে এবং সে বিকেলে মায়ের হাতের রাতের খাবার নিয়ে সাইকেলযোগে আবারও মাদ্রাসায় যায়। ওইদিন থেকেই সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরদিন তার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করেন।
সোমবার সকালে যমুনা শাখা নদীর মেঘুল্লা এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
দুপুরের দিকে ওসি (তদন্ত) আব্দুল বারেকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং তার লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ছাত্রের মৃত্যু নিয়ে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।