ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরের নকলায় দুই সাংবাদিক নেতা কারাগারে

শেরপুরের নকলায় দুই সাংবাদিক নেতা কারাগারে

শেরপুরের নকলায় বিশেষ ক্ষমতা আইন এবং নাশকতা সৃষ্টির অভিযোগে পৃথক দুই মামলায় নকলা প্রেস ক্লাবের দুই সাংবাদিক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন ও দ্যা ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি মো. নূর হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাসায় ফেরার পথে নকলা শহরের হলপট্টি মোড়ে একদল শিক্ষার্থী নূর হোসেনকে এলোপাতাড়ি মারধর করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখায়। রবিবার দুপুরে সহকর্মী হিসেবে নূর হোসেনকে দেখতে আদালত প্রাঙ্গণে যান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু। সেখানেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনায় নকলা উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক সাংবাদিক নিরাপত্তার কারণে আত্মগোপনে গেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

স্থানীয় শিক্ষিতজনেরা জানান, সাংবাদিকদের কাজ সঠিক তথ্য নির্ভর বস্তুুনিষ্ঠ খবর প্রচার প্রকাশ করা। তাদের কোন দলমত নেই। তবে গত প্রায় দেড় যুগ আওয়ামী শাসনামলে অন্যকোন রাজনৈতিক দলের দৃশ্যমান কোন অনুষ্ঠান বা কর্মসূচী বাস্তবায়ন না করায় স্থানীয় সাংবাদিকরা বাধ্য হয়েই আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানের খবর প্রচার প্রকাশ করেছেন, এটা সাংবাদিকদের কোন দোষ হওয়ার কথা নয়। কোন রাজনৈতিক দলের খবর করলেই কোন সাংবাদিক কোন দলের হয়ে যায়না বলেও তারা মন্তব্য করেন।

সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, কলম সৈনিকদের এভাবে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে গ্রেফতারকৃত আমার দুই সহকর্মীকে নি:শর্ত মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দিতে হবে। এভাবে সংবাদিক হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

নকলা প্রেস ক্লাবের অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষ্ক্রিয় থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সাংবাদিক গ্রেফতারের বিষয়ে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত কামনা করেন।

সাংবাদিক নেতা,কারাগার,নকলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত