ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মূল্য পরিশোধ না করে সুকৌশলে জমি রেজিস্ট্রির অভিযোগ

সিরাজগঞ্জে মূল্য পরিশোধ না করে সুকৌশলে জমি রেজিস্ট্রির অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রক্ষ্মখোলা গ্রামে জমি রেজিস্ট্রির নামে চাচার ৫ শতক জমি সুকৌশলে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজা বাদশা শেখের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চাচা আব্দুর রাজ্জাক স্থানীয় গ্রাম্য সালিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

জানা যায়, আব্দুর রাজ্জাক ওয়ারিশ সূত্রে পাওয়া ১৩ শতাংশ জমির মধ্যে আড়াই শতাংশ বিক্রির সিদ্ধান্ত নেন। ভাতিজা বাদশা শেখের কাছে ৯০ হাজার টাকায় জমি বিক্রি করার আলোচনা হয়। কিন্তু পরবর্তীতে বাদশা শেখ সুকৌশলে ৫ শতক জমি তিন লাখ টাকা মূল্য ধরে ২০২৪ সালের ২২ অক্টোবর ৮২০২/২৪ নম্বর দলিলের মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করেন। রেজিস্ট্রির সময় টাকা বাড়িতে দিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি চাচাকে টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।

চাচা আব্দুর রাজ্জাক বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের তদন্তে একাধিকবার ভাতিজা অনুপস্থিত থাকে। অবশ্য গ্রাম্য শালিসী বৈঠকে টাকা না দিয়ে সুকৌশলে জমি রেজিস্ট্রি করার বিষয়টি সত্যতা উঠে আসে।

এ বিষয়ে ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক আলোকিত বাংলাদেশকে বলেন, উক্ত চাচা রাজ্জাক ভাতিজা বাদশার কাছে জমি দলিল রেজিস্ট্রি করে নেয়ার ব্যাপারে একাধিকবার বৈঠক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ জিজ্ঞাসাবাদে ভাতিজা টাকা দিয়েই দলিল রেজিস্ট্রি করে নিয়েছে বলে দাবী করা হয়। আর চাচা বলছেন, সুকৌশলে টাকা ছাড়াই ওই জমি দলিল রেজিস্ট্রি করে নিয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠছে, টাকা ছাড়া কি জমি দলিল সম্ভব। ধারণা করা হচ্ছে, সম্পর্ক গভীর থাকায় চাচা ভাতিজাকে টাকা ছাড়াই জমি দলিল রেজিস্ট্রি করে দিয়েছে। এ জটিল বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের অভিযোগ পেয়েছি। তার জমি দলিল রেজিস্ট্রি করে নিলেও ভাতিজা টাকা দেয়নি বলে ভুক্তভোগী চাচা দাবী করেছে। তবে উভয়পক্ষের এ ঘটনা মীমাংসা সম্মতি পাওয়া গেলে আপোষের সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

জমি রেজিস্ট্রি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত