ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে ।
নতুন কমিটিতে সভাপতি মুফতী শাহাদাৎ হোসাইন লস্করপুরী ও সহ সভাপতি মাওলানা সোহরাব ও সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদলের নাম ঘোষনা করা হয়েছে।
সোমবার বেলা ৩টায় মুন্সীগঞ্জ শহরের সির্করেট টেষ্ট হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মজলিশে শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার (২০২৫ -২৬) ১ বছর মেয়াদী কমিটির প্রাথমিক ভাবে ৩ জনের নাম ঘোষনা করেন জেলা মজলিশে শুরা অধিবেশনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। অধিবেশনে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
এসময় জেলা মজলিশে শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বলেন ৩৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি হবে এর মধ্যে ৩ জনের নাম প্রাথমিকভাবে ঘোষনা করা হয়েছে । এর আগে পুরাতন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে ।