পাবনার ভাঙ্গুড়ায় কুখ্যাত তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা ও একজনকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলো ভাঙ্গুড়া বাজারের বাসিন্দা ও বাসস্ট্যান্ডের কাউন্টার মাস্টার মাসুদ রানা, শহরের মসজিদ পাড়ার বাসিন্দা ফরহাদ আলী এবং নৌবারিয়া গ্রামের বাসিন্দা বাবলু সরদার। কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীরা এর আগে একাধিক মাদক মামলায় হাজত বাস করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় একই ঘটনায় আটক ফারুক নামে এক ব্যক্তিকে নিয়মিত মাদক মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভাঙ্গুড়ায় মাদক ব্যবসা করে আসছেন। এই চক্রটির নেতৃত্ব দেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ রানা। তিনি তার ছেলে তথাকথিত সাংবাদিক ও দৈনিক খবর পত্রের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বীর সহযোগিতায় মাদক ব্যবসাকে আড়াল করে চলেন। এরপরেও মাসুদ রানা একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে হাজত বাস করেছেন। অপরদিকে মাদক ব্যবসায়ী ফরহাদ, বাবলু ও ফারুক দীর্ঘদিন ধরে মাসুদ রানার কাছ থেকে মাদক নিয়ে এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলে বিক্রি করেন।
এদিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করলেও মাসুদ রানা প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে মাদক ব্যবসা চালিয়ে যান। এতে চরম হতবাক এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসী মাদক ব্যবসায়ী মাসুদ রানা সহ অন্য মাদক ব্যবসায়ীদের দমন করতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এর ধারাবাহিকতায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঈশ্বরদী) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ আটক এই চারজনকে আটক করে। পরে ভাঙ্গুড়া বাজার বকুলতলায় দুপুর বারোটার সময় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ /৩৬/৫ ধারায় প্রত্যেককে ২০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। অপর মাদক ব্যবসায়ী ফারুককে নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি অভিযান পরিচালনাকারী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেন।