ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯) এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

লালপুর থানা পুলিশের কর্মকর্তা ওসি মো.নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেল যোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। এসময় লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী শ্রাবন ও বিধান ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত কাজ চলছে বলেও জানান তিনি।

ট্রাক-মোটরসাইকেল,সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত