রংপুরের ১ হাজার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১৫:৫০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই)-এর উদ্যোগে এক হাজার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ৪শ’ এবং রংপুর চেম্বারের পক্ষ থেকে ৬শ’ সর্বমোট ১ হাজার কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মো. আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টর এবং রিলিফ উপ-পরিষদের সদস্যরা। ঢাকা ও রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মো. তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মো. হারুন-অর-রশিদ, মো. সাইফুল আলম, হাসান মাহবুব আখতার, মো. আজিজুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন রিপন, মো. সাবিহুল হক, মো. সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মো. জাবের হোসেন নোবেল, মো. মজিবর  রহমান প্রমুখ।